১। বাদঘাটা রাধা গোবিন্দ মন্দির , শ্যামনগর।
শত বছরের কাল পরিক্রমায় শ্যামনগর ইউনিয়নস্থিত বাদঘাটা গ্রামে শ্রীশ্রী রাধা গোবিন্দ নাথের স্মৃতি মন্দির রয়েছে। এই মন্দিরে প্রতি বছর বুদ্ধ পুর্ণিমাতে মহাসমারোহে তিন দিনব্যাপী বিভিন্ন পুজা ও অনুষ্ঠান হয়ে থাকে। এ পুজানুষ্ঠানের মধ্যে রয়েছে— প্রথম দিন অধিবাস ও সমবেত উপাসনা। দ্বিতীয় দিন উষালগ্নে মঙ্গল আরতি, প্রভাতী শিবসঙ্গীত, শিবপূজা, বিষ্ণুপূজা, গুরুপূজা, সপ্তসতী চণ্ডী পাঠ, পুষ্পাঞ্জলি ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ। বিকালে ধর্মসভা ও বিশ্বশান্তিকল্প্পে সমবেত প্রার্থনা এবং রাতে স্মৃতি মন্দিরে মহাশক্তির পূজা ও সমবেত প্রার্থনা। তৃতীয় দিন শীতলা দেবীর পূজা ও হোম। এ উপলক্ষে সাতক্ষীরা, খুলনা,যশোর, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা এবং ভারত হতে বহু পুন্যার্থীর শুভাগমন ঘটে।
যাতায়াত - শ্যামনগর বাস স্ট্যান থেকে ভ্যান, হেলিকাপ্টার ও মটর সাইকেল যোগে আসা- যাওয়া করা যায়।
ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি)
২। গোপালপুর পিকনিক কর্নার, শ্যামনগর।।
৩নং শ্যামনগর সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোপালপুর নামে একটি গ্রামে এই পিকনিক কর্ণার টি অবস্থিত এখানে সুন্দর বনের বিভিন্ন পশু, পাখি, বাঘ, চিতা বাঘ, হরিণ,কুমার সহ বিভিন্ন বন্য প্রানী ও মজার মজার খেলনা সামগ্রী দ্বারা এই পিকনিক কর্ণার টি অবস্থিত এখানে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষা সফর, ভ্রমন করতে আসে
যাতায়াত - শ্যামনগর বাস স্ট্যান থেকে ভ্যান, হেলিকাপ্টার ও মটর সাইকেল যোগে আসা- যাওয়া করা যায়।
ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি)
২। নকিপুর জমিদার বাড়ী, শ্যামনগর।
৩নং শ্যামনগর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নকিপুর বাক্ষ্রণ পাড়া নামে একটি গ্রামে এই হরি চরণ রায় বাহাদুর বসবাস করিতেন সেখান থেকে ঐ এলাকার যত লোক জন হরি চরণ রায় বাহাদুরের বাড়ীর সামনে দিয়ে যাওয়া আসা করত তারা জুতা খুলে হাতে নিয়ে যেত এবং বলতো এটা জমিদাররা বসবাস করে সেখান থেকে নকিপুর জমিদার বাড়ী
যাতায়াত - শ্যামনগর বাস স্ট্যান থেকে ভ্যান, হেলিকাপ্টার ও মটর সাইকেল যোগে আসা- যাওয়া করা যায়।
ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS